ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহম্মদ মাসুদ (৩৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দালিয়া গ্রামের মোহম্মদ ইসহাকের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন একই এলাকার শানিল (৪৫), হাসেম (৩৪) ও মোরছালিন (২২)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। এরইমধ্যে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।
সরোয়ার হোসেন আরও বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। আর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।