ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে সংস্থার সুফল প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি রহিমাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো: আব্দুল হাই আরিফ, ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো: সাদেকুল ইসলাম, মো: ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এ সময় রহিমানপুর ইউনিয়নে ৩শ উপকারভোগী পরিবারের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্র্মকান্ডের জন্য নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উল্লেখিত ৩শ উপকারভোগীর মাঝে জনপ্রতি সাড়ে ৮ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুফল প্রকল্পের মাধ্যমে রহিমানপুর ইুনিয়নের ৩শ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠান জন্য ২৪ মাস মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করছে।