নিখোঁজ হওয়া সন্তানের খোঁজ পেতে মা বাবার আকুতি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের খামার এলাকা থেকে আবু সাহিদ শান্ত নামে সামান্য মানসিক ভারসাম্যহীন এক মাদ্রাসা ছাত্র দুই সপ্তাহ ধরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আবু সাহিদ শান্তর সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার‌।

কর্মক্ষম কিশোর ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। হন্য হয়ে সন্তানকে খুঁজছেন মা বাবা। কিন্তু কেউই সন্ধান দিতে পারছেন না। এভাবেই নাজুক পরিস্থিতিতে দিন কাটছে পরিবারটির।

গত ৩০ মে আনুমানিক দুপুর সাড়ে ১২ টার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের খামার গ্রামের নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ‍্যােশে বের হয়ে যায়। কিন্তূ সে মাদ্রাসা যায় নাই ও বাড়িও ফিরে আসে নাই। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পাওয়ায় তার পিতা শফিকুল ইসলাম হরিপুর থানায় জিডি করেছেন। জিডি নং-৩৩৩, তারিখ-০৮/০৬/২০২৩ ইং।

সে যাদুরানী বায়তুল ইসলাহ জামেয়া ইসদামীয়া ক্বাওমী হাফিজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বয়স ১১ বছর। তার গায়ের রং উজ্জ্বল, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল খয়েরি রংয়ের পায়জামা ও পাঞ্জাবি। সে রাজশাহীর চাপাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে।

তার পিতার নাম- মোঃ শফিকুল ইসলাম, মাতার নাম-মোছাঃ সেলিনা। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের খামার গ্রামে।

কোন সহৃদয়বান ব্যক্তি ওই ব্যক্তির সন্ধান জেনে থাকলে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা অফিসার ইনচার্জ (০১৩২০-১৩৭৪৮০) অথবা তার বাবা ০১৭৩২১২০ ৭৬৯ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *