নীলফামারীতে বজ্রপাতে বিকাশ চন্দ্র বর্মন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(৫ জুলাই) দুপুরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরনজানী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃতকান্দুরা বর্মনের পুত্র।
নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জেসমিন নাহার বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাতের কারণে বেশ কয়েকজন কৃষক আমনের চারা রোপন করছিল। ওই সময় বিকাশ চন্দ্র বর্মন দুরে রাখা আমন ধানের চারা আনতে গেলে সেখানেই বজ্রপাতে ঝলসে ঘটনাস্থানে নিহত হয়। ঘটনাস্থলের অদুরে চারা রোপনে থাকা ৪ জন কৃষক ভাগ্যক্রমে বেঁচে যায় বলে নিশ্চিত করেন ওই এলাকার তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ মিয়া।