জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে। এ ছাড়াও জুয়া, চাঁদাবাজি এবং কোনো রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চলতে দেয়া হবে না কোথাও। যা আজ থেকে বাস্তবায়ন শুরু হবে।’ নীলফামারীকে মাদকমুক্ত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর।
তিনি বলেছেন, হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে। এ ছাড়াও জুয়া, চাঁদাবাজি এবং কোনো রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চলতে দেয়া হবে না কোথাও। যা আজ থেকে বাস্তবায়ন শুরু হবে।’
পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘জেলা পুলিশ এবং মিডিয়া যৌথভাবে কাজ করলে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে।’
প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলামের সঞ্চালনায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিরা বক্তব্য দেন সভায়।