ভিক্ষুক মুক্তের পর নীলফামারীর কিশোরগঞ্জ এবার গৃহহীন মুক্ত!

নীলফামারীর ভিক্ষুক মুক্ত কিশোরগঞ্জ উপজেলাকে এবার গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সের মাধ্যমে ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী এ তথ্য দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, আইসিটি প্রগ্রামার মাহফুজুর রহমান, প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ। বঙ্গভবন থেকে বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

উল্লেক্ষ্য, ২০২০ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রধানমস্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে ৪টি ধাপে উপজেলার ৯টি ইউনিয়নে ৬৬২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ২ শতক করে জমির বন্দোবস্তসহ পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

এতে সরকারের খরচ হয়েছে (সেনাবাহিনীর নির্মিত ব্যারাকের ৮০টি বাড়ি বাদে) প্রায় ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। এর আগে ২০১৪ সালে সহস্রাধিক ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে এ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *