নরসিংদী জেলা থেকে ছেড়ে আসা একটি পিকআপে চড়ে দুজন গরু ব্যবসায়ী যাচ্ছিলেন দিনাজপুরের আমবাড়ী হাটের দিকে। পিকআপটি ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমরে মুচরে যায় পুরো পিকআপ।
শুক্রবার ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পিকআপের চালক জসিমুদ্দীন (৪৫) মারা যায়।
নিহত জসিমুদ্দীন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে।
পিকআপটিতে চালক ও হেলপার সহ ৫ ছিলেন। একজন নিহত এবং দুজন আহত হলেও বাকি দুজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আহত দুজন হলেন একই জেলার শিবপুর উপজেলার শাসপুর গ্রামের মোকলেছ মিয়ার ছেলে আইয়ুব মিয়া (২৪) এবং রায়পুর উপজেলার তুলাতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আবদুল্লাহ (১৭)। তারা দুজনে গরু কেনাবেচা ব্যবসা করে।
ঘটনাস্থলের পাশেই সড়ক উন্নয়ন কাজে ব্যবহারিত পাথর, বালু সহ অন্যান্য মালামাল দেখাশোনার দায়িত্বে আছেন রফিকুল ইসলাম নামে একজন। তিনি বলেন, ভোরবেলা বিকট একটা শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি পিকআপটি দুমরে মুচরে পড়ে আছে। চালক আটকা পড়ে ছিল। ট্রাকটিরও দুটি চাকা ভেঙ্গে গিয়েছে। এই রাস্তায় দু’একদিন পরপরই দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ বলেন, ভোরবেলা ফায়ার সার্ভিস সদস্যরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে চালককে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অপর দুজন চিকিৎসাধীন আছে। তারা শঙ্কামুক্ত।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ট্রাকটির চালক পালিয়ে গেছে। গাড়ী দুটি আমাদের হেফাজতে আছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।