দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে একটি মোটরসাইকেল যোগে রেলক্রসিং পার
হচ্ছিল তারা।এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এলাকার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। নিহত দু’জনেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা”বলে জানা গেছে।