আকরামুল ইসলাম (৩৩) কে হত্যার অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জ থানায় ১৬ জন কে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় বোচাগঞ্জ থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। নিহত আকরামুল ইসলাম (৩৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের মোঃ সাহারুল ইসলামের পুত্র।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই গত ২৪ মে নিহত আকরামুল ইসলামকে বোচাগঞ্জ উপজেলার সুকদেবপুর চৌরাস্তা এলাকা থেকে আটক করে কয়েকজন যুবক। এরপর তাকে সেতাবগঞ্জে এনে মারপিট করে আহত অবস্থায় পীরগঞ্জের কয়েকজন যুবকের হাতে তুলে দেওয়া হয়। ঐ যুবকরা আকরামুলকে পীরগঞ্জে নিয়ে গিয়ে মারপিট করে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।
পরে তার পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আকরামুলকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ ভর্তি করা হয় পরবর্তীতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে গত ৯ জুন মারা যায়।
নিহতের মা মোছাঃ আকলিমা বেগম বাদী হয়ে বোচাগঞ্জ ও পীরগঞ্জের ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে বোচাগঞ্জ থানায় একটি ১টি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০৭ তাং-১০/০৬/২০২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩১২/৩০২/১১৪/৩৪।
এই হত্যা মামলায় বোচাগঞ্জ থানা পুলিশ গত ১০ জুন শনিবার মামলার এজাহার ভুক্ত ৩ জন ও অজ্ঞাত ১ জন কে আটক করে। আটককৃতরা হলেন বোচাগঞ্জের জনি ও মোঃ আরিফ এবং পীরগঞ্জের তাইজুল ইসলাম ও কবীর।