দিনাজপুরের ফুলবাড়ীর চকমথুরা গ্রামে বোনের বিয়েতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে সোমবার বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত বিপ্লব বর্মন (২৫) চকমথুরা গ্রামের শ্রী বলাই চন্দ্র বর্মনের ছেলে ও বিরামপুর সরকারি কলেজের স্নাতক (পাশ) শেষ বর্ষের শিক্ষার্থী। ৪নম্বর বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস জানান, দুপুর থেকেই বিপ্লব বর্মনের পাশের বাড়ীর চাচাতো বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা রানীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় নির্ধারিত প্যান্ডেলে নিমন্ত্রিত অতিথিদের দুপুরে খাওয়ার পরিবেশন চলছিল। অতিথিদের সার্বিক দেখাশুনার দায়িত্ব পালন করছিলেন বিপ্লব বর্মন। দুপুরের খাওয়া-দাওয়ার পর্ব শেষে ঘটনার সময় প্যান্ডেলের গেটের সামনে থাকা বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানটি সরাতে যান বিপ্লব বর্মন। কিন্তু ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় ফ্যানটি ধরার সঙ্গে সঙ্গে বিপ্লব বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন যান। এ সময় ফ্যানটি তার শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লব বর্মনকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, যুবকের মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।