হিলিতে মালবাহি ট্রাকের ধাক্কায় আলিম মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে হিলি টু ঘোড়াঘাট সড়কের ইটায় বাওনা নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহি হালিম মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।
হাকিমপুর থানা ওসি আবু ছাঁয়েম মিয়া জানান, নিহত আলিম মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হিলি আসার প্রাক্কালে হিলি-ঘোড়াঘাট সড়কের ইটায় বাওনা গ্রামে পৌছিলে হিলি থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।