ঈদ-উল-আজহায় ডিজিটাল পেমেন্টে সচেতন করতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্র্যাক ব্যাংক দিনাজপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় গবাদিপশু খামারি ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট সচেতনতা কার্যক্রম আয়োজন করেছে। ঈদ-উল-আজহায় গরুর হাটে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির লক্ষ্য। সাধারণত নগদ লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের নানান ঝুঁকি, টাকা চুরি বা হারানোর সম্ভাবনা, জাল নোটের ব্যবহার এবং অন্যান্য দুর্ঘটনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়ে থাকে। ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক খামারি ও ব্যবসায়ীদেরকে পেমেন্টের ক্ষেত্রে নিরাপদ, সুরক্ষিত এবং সুবিধাজনক ডিজিটাল পদ্ধতি ব্যবহারের উৎসাহিত করছে। পিওএস, অ্যাপ, কিউআর কোড, এমএফএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করলে প্রতারকদের কাছে টাকা খোয়ানো এবং জাল নোটের ঝুঁকি দূর হবে।১২ জুন লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক দিনাজপুরের চিরিরবন্দরে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ব্যাংকের কর্মকর্তারা নিকটবর্তী আমবাড়ী হাট পরিদর্শন করেন এবং গবাদি পশু খামারিদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আজিজ আলী, চিরিরবন্দরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রূপম চন্দ্র মহন্ত, ব্র্যাক ব্যাংকের দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. আবু হানিফা, ব্র্যাক ব্যাংকের মার্চেন্ট অ্যাকুইজিং টিমের রায়হানুল হক ও জসিম উদ্দিন।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান বলেন: “খামারি ও ব্যবসায়ীরা সহজেই এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যে কোনো সময় টাকা তুলতে বা জমা করতে পারবেন। এর ফলে বাড়ি ফেরার পথে টাকা হারানো বা জাল নোটের ঝুঁকি থাকবে না। এছাড়া তারা পিওএস, অ্যাপ এবং এমএফএস প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন।” তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করি যা গবাদিপশু কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ব্যাপকভাবে সাহায্য করবে। ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে খামারি ও ব্যবসায়ীদের নিয়ে আসতে ব্র্যাক ব্যাংক বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। ঈদ-উল-আজহার সময় এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”দিনাজপুর ছাড়াও ঝিনাইদহের বড়বাজার হাট ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ব্র্যাক ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *