দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন রুমে চিকিৎসা দেওয়া হয়। পরে একজনকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২ বছর বয়সি ১ জন পুরুষ ও ১৮ বছর বয়সি ১ জন নারী। তারা দুইজনই হাকিমপুর উপজেলার বাসিন্দা।
ডা. শ্যামল কুমার দাস জানান, গত (৮ জুলাই) শনিবার শরীরে জ্বর নিয়ে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের চিকিৎসার প্রয়োজনে রক্ত পরীক্ষা করে জানা যায়, তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু রয়েছে।
এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।