নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মোরসালিন নামে সাত বছর বায়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্নিকটে পার্বতিপুর উপজেলার চৌহাটি গ্রামে আবাদি জমির কুপে পড়ে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
নিহত মোরসালিন ওই উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
জানাগেছে, গত মঙ্গলবার বাবা আব্দুল খালেক ও মা পারুল বেগম সহ মোরসালিন তার নানির বাড়ী একই উপজেলার চৌহাটি গ্রামে বেড়াতে আসেন, পরেরদিন বুধবার সকালে বাড়ীতে সকলে কাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে শিশু মোরসালিন কে খুজে না পেয়ে, ছুটা-ছুটি করে খুজে তার পরিবারের লোকজন। খুজতে খুজতে বাড়ীর কাছে একটি ফসলি জমির মাঝ খানে পানির কুপ থেকে শিশু মোরসালিন কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত মোরসালিনের মামা রশিদুল ইসলাম বলেন, বাড়ীতে সবাই কাজে ব্যস্ত ছিল,কখন যে মোরসালিন ওই কুপের পানিতে পড়ে ডুবে গেছে তারা কেউ বুঝতেই পারেনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ মরদেহের সুরতহাল করছে। সুরতহাল শেষে ময়না তদন্তের বিষয়টি সিদ্ধান্ত নেয়া হবে।