দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) দুপুরে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এর দপ্তরে মোবাইল ফোন অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,রেলওয়ে থানার জিডি মূলে তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ব্যাপ্তরপাড়ার নান্দেরাই গ্রাম থেকে একটি অপ্পো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই মোবাইল ফোনটি রেলওয়ে এলাকা থেকে হারিয়ে যায়। এ ব্যাপারে চলতি সালের ২৪ মার্চ পার্বতীপুর রেলওয়ে থানায় একটি জিডি করা হয়। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম এর নির্দেশে রেলওয়ে টাউন ফাঁড়ির ইনচার্জ পুলিশের এ এস আই মোঃ আবু হানিফ হারানো মোবাইল ফোনটি উদ্ধার করেন।
রোববার দুপুরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি ফোনের প্রকৃত মালিক রেলওয়ে কর্মচারী মোঃ তোফাজ্জল হোসেন এর কাছে হস্তান্তর করা হয়। সে পার্বতীপুর উপজেলার নামাপাড়া গ্রামের নইমুদ্দিনের পুত্র। তার কাছে হারানো মোবাইল জিডি মুলে উদ্ধার করে বুঝিয়ে দেন রেলওয়ে থানার ওসি ও উদ্ধারকারী কর্মকর্তা।