পাটক্ষেতের পাশে ছটফট করছিলেন যুবক

দিনাজপুরের ফুলবাড়িতে বাবার ওপর অভিমান করে মাইনুল হাসান নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মাইনুল হাসান ঐ গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মাইনুল হাসান বাড়িতে এসে তার বাবার কাছে স্মার্ট মোবাইল কেনার বায়না ধরেন। তার বাবা মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বাড়ির পাশের পাটক্ষেতে বিষপান করে ছটফট করতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *