সাদুল্লাপুরে মাদক কারবারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মোখলেছার রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাস থেকে এই গাজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোখলেছার রহমান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার পূর্ব ফলেয়া (বটতলা) গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ জানান, গোপন সুত্রে খবর পেয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসীম উদ্দীন সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে রিজভী ট্রাভেলস নামে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস আটক করেন। পরে বাসে তল্লাসী করে ওই পরিবহনের সিট নং ক-১ এর যাত্রী মোখলেছার রহমানের ব্যাগ থেকে এক কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *