গরিব-অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা করছে সরকার: হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের নজর সবক্ষেত্রে রয়েছে। প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ দেওয়ার পাশাপাশি সমাজ সেবার মাধ্যমে গরিব-অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে সরকার। বিশেষ করে দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বড় ভূমিকা পালন করে সমাজসেবা অধিদফতর।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে ক্যান্সার, কিডনীসহ দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে গরিব, অসহায় ৫৯ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে।

সরকারের প্রশংসা করে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই বাংলাদেশের এত উন্নতি হচ্ছে। মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *