শনিবার (১৭ জুন) সুদানের রাজধানী খার্তুমের বিভিন্ন স্থানে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। বিমান হামলায় ৫ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগ সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও বিমান হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য বিভাগ।
সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই বিমান হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।
শুক্রবার পশ্চিম খার্তুমের আল লাম্মাব এলাকায় বিমান হামলায় অন্তত ১৩ জনে নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন। শনিবার দক্ষিণ ওমরডুরানে অজস্র বাসাবাড়িতে বোমা ফেলা হয়েছে। সেখানে অন্তত একজন নিহত হয়েছেন। বেইত আল মাল এলাকার স্থানীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। শারক-এল-নিল জেলায় বিমান হামলা চালিয়ে একটি পরিবারকে হত্যা করেছে আরএসএফের সদস্যরা।
গত তিন মাসের এই লড়াই এরই মধ্যে আনুমানিক ২২ লাখ লোককে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে বলে জানিয়েছে জাতিসংঘ, এর মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।