হুন্ডুরাসে কারাগারে ব্যাপক সহিংসতা, ৪১ নারী নিহত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৪১ জন নিহত হয়েছেন। ব্যাপক সংঘর্ষের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কারাগারটিতে। বেশিরভাগই গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। দেশটির প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র ইউরি মোরা’র বরাতে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি মঙ্গলবার জানিয়েছেন, কারাগারে নিহতদের শনাক্তের কাজ চলছে। কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ভোরে প্রতিদ্বন্দ্বী গ্যাং ‘ব্যারিও ১৮’ এবং ‘মারা সালভাক্রচার’-এর সদস্যদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় গড়ায়। সেখানে কী ঘটেছিল তার প্রকৃত কারণ এখনও বিস্তারিত জানাতে পারেনি সরকার। ঘটনার কয়েকটি ছবি প্রকাশ হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাতে দেখা গেছে, কারাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল।

দেশটিতে আগেও একাধিকবার বড় ধরনের দাঙ্গার ঘটনা ঘটে। ২০১৯ সালে দুই গ্যাং দলের সংঘর্ষে ১৮ বন্দি নিহত হন। ২০১২ সালে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যান সাড়ে ৩০০ জনের মতো বন্দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *