কুড়িগ্রামে ৫ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের

খাদ্য দ্রব্য এবং পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে গত ৫ এপ্রিল ২০২৩ জেলার রাজিবপুর এবং রৌমারী উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান চালায়। অভিযান কালে বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন এবং বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার অপরাধে পাঁচটি ক্লে-ব্রিকস (ইট) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে গতকাল ১২ জুন কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রাজিবপুর জাউনিয়ার চর এলাকার মেসার্স ভূইয়া ব্রিকস ফিল্ড (ব্রান্ড-VBF) এর স্বত্ত্বাধিকারী- সুরুজ্জামান, রৌমারীর সায়দাবাদ বাজার, একই এলাকার মেসার্স বি এস বি ব্রিকস (ব্রান্ড-BSB) এর স্বত্ত্বাধিকারী- বিশ্বজিৎ সাহা, লালকুড়া এলাকার মেসার্স এম জি এস ব্রিকস (ব্রান্ড-MGS) স্বত্ত্বাধিকারী- মোঃ আব্দুল মান্নান, একই এলাকার মেসার্স আর এম জি ব্রিকস (ব্রান্ড-RMG) স্বত্ত্বাধিকারী- মোহাম্মদ বানিছ মিয়া, এবং রৌমারীর হাজিরহাট, দাঁতভাঙ্গা এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস (ব্রান্ড- MBC) এর স্বত্ত্বাধিকারী- মোহাম্মদ বাবুল।

রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই নিয়মিত মামলাগুলো দাখিল করে।

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মোঃ মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এই ধরনের অভিযান চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *