পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ৫ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্কস্টেশনে পণ্য আমদানি-রফতানি আবারও চালু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ছায়েদুজ্জামান ছায়েদ।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানা গেছে, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সব সদস্যদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ জুন হতে ২ জুলাই পর্যন্ত স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে সব রকম আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।
এর আগে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটির পত্র বিনিময় করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে গতকাল সোমবার যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুর হাসান কবির জানান, পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ২ দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল চালু ছিল।