সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মোট ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
বুধবার ১৯ জুলাই জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এ পর্যন্ত মোট ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.আতিকুর রহমান জানান আক্রান্তদের অধিকাংশই ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুর থেকে এলাকায় গিয়েছেন। এসব রোগীদের ১০ সয্যা বিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তদের মধ্যে মনজুরুল ইসলাম জানান, ঢাকা থেকে ফিরে জ্বর মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা ডেঙ্গু আক্রান্তের কথা জানায়।