উলিপুরে গোয়াল ঘর আগুনে পুড়ে ১টি গরুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে আবুল কাশেমের গোয়াল ঘর আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) রাত ১০টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। এ সময় আরো একটি গরু আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে।

জানা গেছে, আবুল কাশেম গরুগুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মত সন্ধ্যায় গোয়াল ঘরে মশার কয়েল দেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার রাত ১০ টার দিকে হঠাৎ গোয়াল ঘরে আগুন জলতে দেখে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই আগুনে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি গাভী পুড়ে মারা গেছে। এছাড়াও প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভী পুড়ে দগ্ধ হয়েছে। পাশাপাশি গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানান, তিস্তা নদীতে বসতবাড়ী ভেঙে নদীতে বিলীন হওয়ায় এখানে এসে বাড়ি করে কোন রকমভারে স্ত্রী-সন্তান নিয়ে জীবনযাপন করছি। সেই ঝোক না কাটিয়ে উঠতেই আগুনে গরু পুড়ে সর্বনাশ হয়ে গেল আমার। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, খবর পেয়ে অর্থেক রাস্তায় পৌঁছানোর পর ঘটনাস্থল থেকে ফোন করে তারা বলেছেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন। আপনাদের আসার দরকার নেই। পরে গুনাইগাছ গাবের তল নামক স্থান থেকে আমরা ফিরে এসেছি ঘটনাস্থলে যাইনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *