কুড়িগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা কুড়িগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুবকের নাম মাঈদুল ইসলাম (২৪)। তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবক জ্বর নিয়ে গত চারদিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়ি যান। পরে পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন। অবশিষ্ট ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *