লালমনিরহাটে বন্যায় পানিবন্দী ৫ হাজার পরিবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরের কমপক্ষে ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাটিতে থাকা ৪ উপজেলার নদী তীরবর্তী সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, তুষভান্ডার, মহিষখোচা, খুনিয়াগাছ, রাজপুর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার রোপা আমন চারাসহ বেশ কিছু ফসল। বন্যার্তরা গরু ছাগল, হাস-মুরগি ও আসবাবপত্র নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, বন্যার্তদের সহায়তা প্রদানের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। সঠিক পরিসংখ্যান নির্ণয় করে তা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *