লালমনিরহাটে পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

লালমনিরহাটে পৃথক দুই অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল ও ৭২টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

আটকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকার মাথা এলাকার মৃত বনো মামুদের ছেলে লিয়াকত আলী নেকো (৫০), কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর কলেজপাড়া তালতলা এলাকার মজু মিয়ার ছেলে অন্তর মিয়া (২৩) ও একই এলাকার জমশের আলীর ছেলে মুরাদ মিয়া (১৯)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মাদক নির্মুলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) দিনগত রাতে কালমাটি পাকার মাথায় অভিযান পরিচালনা করে তিস্তা নদীর খেয়া ঘাট থেকে ১৯৫ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা লিয়াকত আলী নেকোকে আটক করা হয়।

অপরদিকে একই সময় পৃথক একটি অভিযানে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার সামনে থেকে সন্দেহজনকভাবে কুড়িগ্রাম থেকে আসা অন্তর ও মুরাদ নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ৭২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *