লালমনিরহাটে দুই ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের আদিতমারি উপজেলা দুর্গাপুরের দিঘলটারি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ভারতের কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে মো. রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার শামসুল হকের ছেলে মো. সুমন হক (২৩)। বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের দিঘলটারি সীমান্ত মেইন পিলার ৯২৫/৮ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ার চর দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। আটক দুজন ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারি বিওপি ক্যাম্পে রয়েছেন।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্গাপুর সীমান্তে বিজিবি দুই ভারতীয় নাগরিককে আটক করার বিষয়টি জেনেছি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় বিএসএফের অনুরোধে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *