আগামী পহেলা জানুয়ারি ৪৬তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের বয়স বিবেচনায় পহেলা জানুয়ারিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে ৪৬তম বিসিএসে এখনো পর্যন্ত শূন্যপদের চাহিদা পায়নি কমিশন। প্রতি বছর একটি করে বিসিএস শেষ করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
এদিকে, তিনটি বিসিএস নিয়ে কিছুটা ভাইভা-জটে পড়েছে কমিশন। কেননা ৪১তম বিসিএসের ভাইভা চলমান আছে। ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও প্রস্তুত আছে। অন্যদিকে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম চলছে। ফলে এই তিনটি বিসিএসের ভাইভা এই বছরের শেষ করতে হবে।
৪৬তম বিসিএসের বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ১ জানুয়ারি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। আশা করছি, দ্রুত ৪৬তম বিসিএসের শূন্যপদের চাহিদা চলে আসবে।
পিএসসি সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চলমান ভাইভা-জট কমিয়ে আনা হচ্ছে। ভাইভা শুরুর ছয় মাসের মধ্যে একটি বিসিএসের ভাইভা কার্যক্রম শেষ করা হবে। কোনোক্রমেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা মূল পদসংখ্যার তিন গুণের বেশি রাখা হবে না। কেননা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা অতিরিক্ত হলে ভাইভা জটের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে একসঙ্গে ছয়টি বিসিএস নিয়ে কাজ করছে পিএসসি। এর মধ্যে ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। নতুন বিধিমালা অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেয়া কার্যক্রম চলমান রয়েছে। প্রথম পরীক্ষকেরা জমা দেওয়া শুরু করেছেন। প্রত্যেক পরীক্ষককে ১০০টি করে খাতা দেওয়া হয়েছে। আর খাতা দেখতে সময় দেওয়া হয়েছে ১৫ দিন। এভাবে সময়ের মধ্যেই যাতে খাতা দেখা শেষ হয়, সে জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে পিএসসি। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৯ ডিসেম্বর শুরু হয়, শেষ হয় জানুয়ারি মাসে। এই লিখিত পরীক্ষার খাতা দেখা সময়মতো শেষ করতে চায় পিএসসি। আর খাতা দেখায় যাতে পরীক্ষক দেরি না করেন, সে জন্য পরীক্ষকদের খাতা সঠিক সময়ে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষক সময়মতো খাতা জমা না দেন, তাহলে তাকে পরবর্তী সময়ে আর খাতা দেওয়া হবে না বলেও জানায় পিএসসির ঐ সূত্র। গত বছর ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫৭০৮ জন। চলতি মাসের আগামী ১৯মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।