লালমনিরহাটে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

লালমনিরহাট: লালমনিরহাটে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) সকালে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

আসামিরা হলেন- লালমনিরহাট পৌরসভার ওয়ালেছ কলোনি এলাকার শাহজাহান আলীর ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত রাজু সরকার, শিবরাম এলাকার আফজাল হোসেনের ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাদশা আলমগীর ও তালুক খুটামারা এলাকার আব্দুল বারির ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাবু শিকদার।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে এ সব আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *