সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মহিলা ও এক শিশু। তাদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জের একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে ৭ মাসের এক শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের লোকজন থানায় আসছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, এই তিনজনের বাইরেও সিএনজি অটোরিকশার চালকও ঘটনাস্থলে মারা গেছেন। তার পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।
তবে হাইওয়ে থানা পুলিশের ওসি বলছেন, চালক মারা গেলেও এই বিষয়টি আমাদের জানা নেই। আমরা ঘটনাস্থলে গিয়েও তাকে পাইনি এবং হাসপাতালেও পাইনি। সে মারা গিয়ে থাকলেও আমার কাছে সেই তথ্য নেই।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় শিশুসহ পাঁচজনকে এখানে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে এক শিশু ও নারী মারা গেছেন। বাকি ৩ জন এখানে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে মারা যাওয়া নারী ও শিশুর সম্পর্ক কি এটা এখনো জানা যায়নি। হাসপাতালের তাদের অজ্ঞাত হিসেবে আনা হয়েছিল।