সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সাভারে সড়ক পারাপার হতে গিয়ে পিকাআপ ভ্যানের ধাক্কায় লাইজু বেগম (৫৫) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামের পিকআপ চালকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সালহেপুর ও আমিনবাজারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

নিহত লাইজু বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মইনুল হক। তারা আমিনবাজারে থাকতেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে পার হতে যাচ্ছিল লাইজু বেগম। এসময় আরিচাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। পরে মরেদহ উদ্ধার করে থানায় আনা হয়।

এ ঘটনায় চালক জাহাঙ্গীরসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *