‌‘বাংলাদেশের যত প্রাপ্তি তা আওয়ামী লীগের হাত ধরে এসেছে’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন,আওয়ামী লীগের রয়েছে ৭৪ বছরের এক গৌরবময় ইতিহাস। আজ বাংলাদেশের যত প্রাপ্তি, তা আওয়ামী লীগের হাত ধরে এসেছে। ষড়যন্ত্রকারীরা বার বার আওয়ামী লীগের ইতিহাস ধ্বংস করে দেবার চেষ্টা করেছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের কৃপায় তা দিন দিন আরো সমৃদ্ধ হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বলতে হয় বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা, আজকের আধুনিক বাংলাদেশ ও শেখ হাসিনা এক ও অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু মহান অর্জন তা এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শৃঙ্খলার বেরি ছিন্নভিন্ন করে স্বাধীনতা এনে দিয়ে ছিলেন। আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। দেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়েছেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কেউ এখন আর না খেয়ে থাকে না, যাদের ঘর নাই তাদের ঘর দিয়েছেন, যাদের জমি নেই তাদের জমি দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা বিধবাদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, বয়স্কদের ভাতা দিচ্ছেন। দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ, তা আজ রূপান্তরিত হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার পথে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আপনারা দেখেছেন পাকিস্তানে গণতন্ত্র নাই, পাকিস্তান এখন তালেবান রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া, অর্থের অভাবে তারা তাদের পোর্ট বিক্রি করে দিচ্ছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার কোন নিষেধাজ্ঞা নাই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন জঙ্গিবাদ দমন করেছেন, বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড় করিয়েছেন, বিশ্ব নেতৃত্ব যখন শেখ হাসিনার প্রশংসা করে বলছেন বাংলাদেশে গণতন্ত্র আছে, সেই বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের শপথ নিতে হবে, যে শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, সেই শক্তি জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছে, আর এই দেশে বসে মির্জা ফখরুলরা, অতি বিপ্লবীরা মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মিথ্যাচারের এবং ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম। এছাড়াও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণনাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে। এর আগে সকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *