বিছানায় শুইয়া কোনো জাতির ভাগ্য বদলাতে পারে না: মতিয়া চৌধুরী

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, চেষ্টা ছাড়া বিছানায় শুইয়া চোখ না মেলিয়া কোনো জাতির ভাগ্য বদলাতে পারে না। তার প্রমাণ তুরস্কেরে কামাল আতাতুর্ক।

তিনি বলেন, ‘তুর্কিরা এক সময় নির্জীব জাতি ছিল। কামাল আতাতুর্ক তাদের জাগিয়ে তুলেছেন। আজ তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।’

শনিবার সকাল ১০টার দিকে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের ছেলে-মেয়েদের উপরের দিকে উঠানোই আমার টার্গেট। সেই লক্ষ্যেই এই অনুদান দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রণোদনা দিলে তারা পড়ালেখায় আরও উৎসাহ পায় এবং ভালো করে।’

এময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে শেরপুরে গিয়েছেন মতিয়া চৌধুরী। সফরকালে তিনি নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির সেরা ২০ জন, চতুর্থ শ্রেণির সেরা ৫ জন, পঞ্চম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেরা ২০ জন, সপ্তম শ্রেণির সেরা ২০ জন, অষ্টম শ্রেণির সেরা ১০ জন ও নবম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *