পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে গেছে দক্ষিণের জনপদ, সম্ভাবনার ডানা মেলেছে অর্থনীতি

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বাংলাদেশের গৌরব ও অহংকারের নতুন প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেন এক বছর আগে আজকের এই দিনে। এক বছরে পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে গেছে দক্ষিণের জনপদ, সম্ভাবনার ডানা মেলেছে তৃণমূলের অর্থনীতি।

নদী বেষ্টিত পিছিয়ে থাকা জেলা শরীয়তপুর ঘুরে দাঁড়িয়েছে। সমৃদ্ধ হয়েছে জেলার অর্থনীতির শেকড় । দেশের উন্নয়নের অগ্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়ায় শুধু পদ্মা সেতুর ফলকই উন্মোচন হয়নি ডানা মেলেছে পদ্মা সেতুর দুই পারজুড়ে বিপুল সম্ভাবনা।

এ অঞ্চলের কৃষি, পরিবহন, ব্যবসা, পর্যটন শিল্প, শিক্ষা, চিকিৎসা ও মানব উন্নয়নে ব্যাপক অগ্রযাত্রা এখন দৃশ্যমান।

কৃষিতে সোনালি অধ্যায়:

একটি সেতু বদলে দিয়েছে দক্ষিণের কৃষিভিত্তিক অর্থনীতির চিত্র। দেশের গণ্ডি পার করে প্রথমবারের মতো শরীয়তপুরের জাজিরার সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে।

শরীয়তপুরের সবজি ঢাকার বাজারে যেতে আগে সময় লাগত ১০-১২ ঘণ্টা। এখন এ অঞ্চলের কৃষি পণ্য ঢাকার বাজারে পৌঁছে যাচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টায়। এতে কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন, এছাড়া কমেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। এছাড়াও উৎপাদিত সবজি চলতি বছরের জানুয়ারিতে দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয়েছে সুইজারল্যান্ড, ইতালি ও ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে।

যোগাযোগ ব্যবস্থার সোনালি অধ্যায়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এখানকার কৃষি, পর্যটন শিল্প, পরিবহন খাত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। – শরীয়তপুরের জেলা প্রশাসক
কন্ট্রাক্ট ফার্মিংয়ে গত চার মাসে ইউরোপের বাজারে ২১৬ মেট্রিকটন সবজি রপ্তানি করে দেশের আয় হয়েছে ২৩ লাখ ইউরো। মানসম্মত সবজি উৎপাদন করতে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে ১৫ হাজার কৃষককে। এ অঞ্চলে কৃষিতে সোনালি এ অধ্যায়ের সূচনা হয়েছে পদ্মা সেতুর ছোঁয়ায়।

এগিয়েছে যোগাযোগ ও পরিবহন খাত:

পদ্মা সেতুর সবচেয়ে বেশি সুফল পেয়েছে পরিবহন খাত। বর্তমানে ঢাকা থেকে হাজারের অধিক বাস পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় চলাচল করছে। বছরখানেক আগেও সাড়ে তিন ঘণ্টায় বরিশাল থেকে ঢাকায় আসা ছিল স্বপ্ন। পদ্মা সেতুর দুয়ার খুলে গেলে তা এখন বাস্তব। সেই স্বপ্নের সাহসী পদক্ষেপ পদ্মা সেতু।

পদ্মা সেতু চালুর এক বছরে শরীয়তপুরের পরিবহন খাত সোনালি যুগে প্রবেশ করেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে এ খাতে বিনিয়োগ হয়েছে দুইশ কোটি টাকার বেশি। এছাড়া দুই সহস্রাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, এক বছর আগেও তুলনামূলক পিছিয়ে থাকা এ জনপদ বদলে গেছে দেশের উন্নয়ন-অগ্রগতির মহানায়ক শেখ হাসিনার হাত ধরে। যোগাযোগ ব্যবস্থার সোনালি অধ্যায়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এখানকার কৃষি, পর্যটন শিল্প, পরিবহন খাত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। স্বপ্নের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *