প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা অর্থ ধার নিই, কারো কাছ হাত পাতি না। কিন্তু তাদের ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি। পদ্মা সেতুর হওয়ার পর এখন আর কেউ এতো বেশি শর্ত দিতে সাহস পায় না, দেয় না।
বুধবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির সদর দপ্তরে আয়োজিত দরবারে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ একটি বিরাট চ্যালেঞ্জ ছিল, আমাদের ওপর বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল দুর্নীতি। যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ছিলাম এবং তারা অপমান করতে পারেনি। পরে আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবো। আজকে আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, এই একটা সিদ্ধান্ত আমি করি বাংলাদেশের ভাবমূর্তি… আগে যারা মনে করতো আমরা শুধু হাত পাতি, এখন আর তা মনে করে না। বরং আমরা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ধার নেই, আমরা কারো কাছ থেকে হাত পেতে নেই না। আবার সুদসহ ফেরতও দেই। ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি। পদ্মা সেতুর হওয়ার পর এখন আর কেউ এতো বেশি শর্ত দিতে সাহস পায় না, দেয় না।
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে আমাদের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে।
প্রধানমন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি করতে হয়েছে এরপর বাজারে দামের ঝাঁজ কমে এসেছে। কিছুদিন আগে পেঁয়াজের দামও বেড়ে যায়, তখনও আমদানি করতে হয়েছিল। খাদ্য নিরাপত্তার পর এখন সরকারের লক্ষ্য খাদ্য সংরক্ষণ করা। যাতে কারও কাছে চাইতে না হয়।