নৌঘাঁটি বানৌজা শের-ই-বাংলার কমিশনিং করবেন প্রধানমন্ত্রী

কুয়াকাটা, ১২ জুলাই – পটুয়াখালীর কলাপাড়ায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত চারটি পেট্রোল ক্রাফট ও চারটি এলসিইউর কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুলাই) দুপুরে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে কমিশনিং করার কথা আছে। ইতোমধ্যে বানৌজা শের-ই-বাংলা কর্তৃপক্ষ শেষ করেছে কমিশনিংয়ের সকল কার্যক্রম।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটির অধিনায়ক কমডোর এম মহব্বত আলীর হাতে কমিশনিং ফরমান তুলে দেবেন ও নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করবেন। জানা গেছে, নৌবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের চারটি যুদ্ধজাহাজ শহীদ ফরিদ, বানৌজা শহীদ দৌলত, শহীদ ও শহীদ আখতার উদ্দিন এবং চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) বানৌজা ডলফিন, টুনা, তিমি ও পেঙ্গুইনের কমিশনিং করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর কমিশনিংয়ের পর এসব জাহাজ আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে। নৌ-বহরে এসব জাহাজ অন্তর্ভুক্তির মাধ্যমে দক্ষিণাঞ্চলের সমুদ্র ও উপকূলীয় এলাকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির নাম ফলক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *