সৈয়দপুরে পাকা ঘর পাচ্ছেন ১১৫ গৃহহীন পরিবার

নীলফামারীর সৈয়দপুরে আজ ১১৫ গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর । উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ওইসব গৃহহীন ও ভুমিহীন পরিবার প্রধানের হাতে বুঝিয়ে দিবেন তাদের স্বপ্নের ঠিকানা পাকা ঘর। সেখানে থাকবে পাকা দেয়াল আর চকচকে নতুন টিনের চাল। এতদিন গৃহহীন এসব মানুষের নিত্যদিন কেটেছে অন্ন আহরণের নিরন্তর সংগ্রামে। মাথা গোঁজার ঠাঁই নিয়ে তারা কখনও ভাবেনি, কল্পনাও করেননি। তাদের চিন্তায় ছিলনা এক চিলতে জমি আর সেখানে একখানা পাকা দেয়াল আর নতুন টিনের ঘর তৈরি করে থাকবেন। কিন্তু সেই অকল্পনীয়তা এখন বাস্তবে রুপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় বাস্তুহীন ভূমিহীন ১১৫ মানুষের কষ্টের দিন শেষ হচ্ছে। তারা পাচ্ছেন চকচকে নতুন ঘর। যেখানে থাকছে দুটি শয়ন কক্ষ, একটি বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা। ঘরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানি আর স্যানিটেশন সিস্টেমসহ এখন থেকে নিরাপদ জীবন যাপন করবেন তারা। ঘরের পাশের জমিতে ফলাবেন সবজি আর ফলমূল। মিটবে পুষ্টির চাহিদাও। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান এমননি কথা জানালেন সাংবাদিকদের। এ নিয়ে গতকাল বিকালে ইউএনও তার দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংবাদকর্মীদের এসব তথ্য জনান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সৈয়দপুরের প্রকৃত ভূমিহীনদের সঠিক খোঁজ খবর নিয়ে  ঘর দেয়া হচ্ছে। ইতোমধ্যে নীলফামারীর দুইটি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সৈয়দপুরকেও ভূমিহীন গৃহহীনমুক্ত করার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ায় স্থানীয় গণ মাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *