পঞ্চগড় সদর হাসপাতাল: শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি প্রায় ১০ লাখ মানুষের একমাত্র ভরসা। তবে ১০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন আড়াইশ রোগী। রোগীর চাপে খোলা বারান্দায় চলছে চিকিৎসা সেবা। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা; আর ভোগান্তির শিকার হচ্ছেন রোগী। তবে সমস্যা নিরসনে হাসপাতালের পাশেই নির্মাণ করা হচ্ছে আড়াইশ শয্যার নতুন ভবন বলে জানান সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যার হাসপাতালে শিশুদের জন্য ১০টি, নারীদের ৩০ ও দুটি ওয়ার্ডে পুরুষদের জন্য ৬০টি শয্যা বরাদ্দ থাকলেও প্রতিদিন শয্যার চেয়ে অধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে ১০০ বিপরীতে সব ওয়ার্ডসহ বারান্দায় প্রায় ২০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আব্দুর রহমান নামে এক রোগীর আত্মীয় সময় সংবাদকে জানান, গত রোববার (১১ জুন) হঠাৎ রাত থেকে নাতি অসুস্থ। রাতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আব্দুর রহমান নামে এক রোগীর আত্মীয় সময় সংবাদকে জানান, গত রোববার (১১ জুন) হঠাৎ রাত থেকে নাতি অসুস্থ। রাতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। তবে নতুন ভবন চালুতে পর্যাপ্ত জনবল ও বেড না থাকার কথা জানালেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজিউর করিম রাজু।

এ দিকে নতুন করে আড়াইশ শয্যা হাসপাতালের ভবন নির্মাণে দীর্ঘ সময় নেয়ার কারণ জানতে গেলে মহামারি করোনা ভাইরাস ও ডলার সংকটে নতুন এলসি না পাওয়ায় মালামাল আনতে সময় লাগছে বলে জানান পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার।

গত ২০১৮ সালে ৫৭ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়নে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১০০ শয্যার পরিবর্তে আড়াইশ শয্যা হাসপাতালের নতুন ভবনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সময় বাড়িয়ে চলতি বছরের মে মাসে শেষ করার কথা থাকলেও এখনো কাজ চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *