‘নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোছা. দিলারা রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুল হক, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম, ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আজগর আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাদকের বিভিন্ন কুফল এবং প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় মাদক প্রতিরোধে শিক্ষক এবং ইমামদের অগ্ৰনী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।