নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুর নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টিতে ভিজে ভেরসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভেরসা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম পুহাতুগছ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান আব্দুস সালাম। এসময় প্রচণ্ড শব্দে তার শরীরে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে মাথাসহ তার পুরো শরীর ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *