জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে পঞ্চগড়-খুলনা ট্রেনের উদ্বোধন করা হবে। তাছাড়া দোলনচাপা ট্রেনটি রংপুর থেকে পঞ্চগড় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সহ সভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি আল তারিক প্রমুখ।