পঞ্চগড়ে ২০ মামলায় গ্রেফতার ১৮৭

পঞ্চগড়ে হামলার ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ মামলা দায়ের করেছে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ২০। এসব মামলা নতুন করে আরো ৬ জনসহ গ্রেফতার হয়েছেন ১৮৭ জন।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

তিনি জানান, হামলার ঘটনায় ২০টি মামলা হয়েছে। তার মধ্যে সদর থানায় ১৫টি, বোদা থানায় ৫টি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাব নিয়োজিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *