রংপুরসহ দেশের দুটি ২৬০ কোটি টাকা ব্যায়ে রাডার স্টেশনের নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে রংপুরে রাডারের কাজের উদ্বোধন করা হয়। ২০২৫ সালের জুনের পর রাডারের কার্যক্রম শুরু হবে। রাডারের কাজ সম্পূর্ণ হলে রংপুরের আবহাওয়ার খবর রংপুরেই পাওয়া যাবে, কোথায় ঝড়, বৃষ্টিসহ আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য ঘটে যাওয়ার ৬ ঘন্টা আগে পাওয়া যাবে।
শুক্রবার বিকেলে রংপুরের আবহাওয়া অফিসে নতুন রাডার স্টেশনের কাজের উদ্বোধন করা হয়। ইহা বাংলাদেশ ও জাপানের সহোযোগি সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপন করা হচ্ছে।
কাজের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাডার স্টেশন প্রকল্প পরিচালক আহম্মেদ আরিফ রশিদ, রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জাইকার কর্মকর্তা ইহোসা উচি ও কানজি মরি।
ঠিকাদারি প্রতিষ্ঠান শিমিজিউ এর তত্ত্বাবধানে কাজ পরিচালিত হবে।প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত।