রংপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীগনের জন্য চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা এবং রংপুরে গর্ভবতি মায়েদের চিকিৎসা সেবায় নরমাল ডেলিভারী ক্লাব উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ৩টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে নরমাল ডেলিভারী ইউনিট ও নরমাল ডেলিভারী ক্লাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, গর্ভবতি মায়ের প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক জরুরী, সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করার জন্য সরকার প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিউিনিটি ক্লিনিক দিয়েছেন। এ ছাড়া সরকার গর্ভবতি মায়েদের জন্য ভাতা প্রদান করছেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গরিব গর্ভবতি মায়েদের জন্য অল্প খরচে নরমাল ডেলিভারীর ব্যাবস্থা গ্রহন করা হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালক পরিচালক বীর মুক্তিযোদ্ধ মোজর (অবঃ) মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, পরিচালক স্বপন কুমার বর্মন, ডাঃ আজিজা বেগম লুসি, ডাঃ আনিছা বেগম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপতালের অতিরিক্ত পরিচালক মেরাজুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।