রংপুরে অভিনব কায়দায় গাঁজা বিক্রিকালে ৫ মহিলাকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপূর ২টার দিকে রংপুর নগরী তাজহাট থানাধীন বিভাগীয় কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর এর মূল প্রবেশ পথের ৬ কেজি গাঁজাসহ ৫ মহিলা আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, ১। মোছা: জিন্না বেগম, ২। মোছা: আর্জিনা বেগম, ৩। জোহরা বেগম, ৪।মনোয়ারা বেগম, ৫।ইছপা বেগম। গ্রাম: পূর্ব ফুলমতি থানা: ফুলবাড়ী, কুড়িগ্রাম
বিষয়টি নিশ্চিত করেন ডিবির এসআই গোলাম মোর্শেদ শান্ত।