রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মো: মুজাহিদুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
রোববার (১১ জুন) অধিদফতরের পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা, ২০২১ অনুযায়ী প্রতি অর্থবছরে শুদ্ধাচার চর্চার নিমিত্তে এ পুরষ্কার প্রদান করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে হতে উপ-পরিচালক মুজাহিদুল ইসলামকে শুদ্ধাচার ২০২২-২০২৩ মনোনয়ন প্রদান করা হয়েছে।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
উপ-পরিচালক মো: মুজাহিদুল ইসলাম পুরস্কার প্রাপ্তিকে তার অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন ও এটি আরো নিবেদিত প্রয়াসে নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে তিনি জানান।
তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যেই রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
মো: মুজাহিদুল ইসলাম ইতোপূর্বে বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া, বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির পাঠ্য বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কার প্রদান, প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসের ছাদ পরিষ্কার, ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করাসহ লেখা পড়ার মান উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করেছেন।