বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশেষ কারণে ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিষেধাজ্ঞা চিরস্থায়ী না, যেকোনো সময় উঠে যাবে। আমাদের স্বাভাবিক রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রত্যাশা পূরণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট এখনো পাস হয়নি। অনেক কাটছাট হবে, অনেক প্রস্তাবনা আসবে। বর্তমান সরকার প্রগ্রেসিভ। বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী পজিটিভ, তিনি বাজেটে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন, ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্টা করে। এটি ভোক্তা অধিকার সামাল দেবে। আশা করছি আমরা সফল হবো। ভারতীয় পেঁয়াজ সব জায়গায় গেলে দেশে পেঁয়াজেরদাম আরো কমে যাবে। মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
‘যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা যেকোনো সময় উঠে যাবে’
