পাউবোর উচ্চমান সহকারীর কারাদণ্ড, জরিমানা ৪৩ লাখ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচ্চমান সহকারী হাছনা বানু লিপির চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৯ জুন) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী অভিযুক্ত হাছনা বানুর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলা ও আদালত সূত্রে জানা যায়, হাছনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ডের রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা হয়।

মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক হাছনা বানু লিপিকে দোষী সাব্যস্ত করে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা ও ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমার আদেশ দেন বিচারক। দুদকের আইনজীবী অ্যাডভোকেট হারুনর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *