মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিন এবং পাইপ জব্দ করেছে। এ সময় বালু উত্তোলনকারী ফারুক মিয়া পালিয়ে যায়।
মঙ্গলবার (২০ জুন) বিকাল আনুমানিক ৫টার সময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন মিঠাপুকুর থানা পুলিশ এবং গ্রাম পুলিশ সদস্যরা। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান অভিযানকারী টিমের সদস্যরা।
স্থানীয়রা জানান, উপজেলার বাতাসন দূর্গাপুর গ্রামের মৃত-ফিজার মাষ্টারের ছেলে মো. ফারুক মিয়া, দীর্ঘদিন থেকে বালু উত্তোলনের সাথে যুক্ত। তিনি তার ড্রেজার মেশিন দিয়ে বিভিন্ন সময়ে আবাদি এবং কৃষি জমি থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন এবং বিক্রি করে আসছিলেন। নিজ বাড়ির পাশেই প্রায় এক কি.মি. দুর থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে কয়েকদিন থেকে বালু উত্তোলন করছিলেন। তার বালু উত্তোলনের কারনে আশপাশের ফসলি জমি এবং বাড়িঘর মারাত্মক ক্ষতির মুখে পড়ে। তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনে কোনো ছাড় নেই। ড্রেজার মেসিন জব্দ করা হয়েছে। অভিযুক্ত ফারুক মিয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।